চট্টগ্রামে পুলিশ পরিচয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শনিবার গভীর রাতে নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকার বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, রবিবার এক পোশাক শ্রমিক থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন। প্রথম সে বাসার মালামাল লুঠের কথা বললেও পরে ধর্ষণের কথা বলে। তার কথা অসংলগ্ন মনে হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানতে পারব। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন গ্রেফতার করেছে পুলিশ।
ওই নারীর অভিযোগ করেন, শনিবার গভীর রাতে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি হামিদের তিন অনুসারী পুলিশ পরিচয়ে তার বাসায় ঢোকে। এরপর তিনজন মিলে তাকে ধর্ষণ করে চলে যায়।
পাঠকের মতামত: