ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফ বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

spd-sbiজসিম মাহমুদ, টেকনাফ :::

টেকনাফ শাহপরীর দ্বীপের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারের মালিক শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মকতুল হোসেন প্রকাশ বেক্কাইয়া বলে জানা যায়। এসময় ট্রলারের জেলেরা সাঁতার কেটে স্বাভাবিক অবস্থায় কূলে ফিরতে সক্ষম হয়।

গতকাল বুধবার বিকেলে মকতুল হোসেনের মাছ ধরার ছোট ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। শাহপরীর দ্বীপ ঘোলার পাড়ার কাছাকাছি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে হঠাৎ ট্রলার টি ডুবে যায়। ট্রলারটি ডুবে যেতে দেখে ট্রলারে থাকা ৫ জন জেলে মোঃ হোছন,রবি আলম, সালামত উল্লাহ, জিয়াবুল ইসলাম, মোঃ আলম সাগরে লাফ দেয় এবং পানির ট্যাংক, বোতল নিয়ে প্রায় ১ ঘন্টা সাঁতার কেটে কূলে ফিরে আসে। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোষ্টগার্ড শাহপরীর দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক জানান, ট্রলার ডুবির ঘটনাটি তিনি অবগত হয়েছেন।৫ জন জেলের অক্ষত অবস্থায় ফিরে আসে ডুবে যাওয়া ট্রলারটি উদ্বারে জেলেদের প্রয়োজনীয় সহযোগীতা এবং ট্রলারটি উদ্বারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: