ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফে স্যান্ডেলে লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ ২ নারী আটক

teknaf-pic-19-9-16টেকনাফ প্রতিনিধি ::

স্যান্ডেলে লুকিয়ে অভিনব কৌশলে পাচারকালে টেকনাফে ২৪ লক্ষ ১৭ হাজার ৪০০ টাকা মুল্যের ৮ হাজার ৫৮ পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ জন নারীকে আটক করেছে বিজিবি। ১৯ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ২ ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিক নারী ২ জন হলেন গোলজার বেগম (৪৫) এবং হোছনে আরা বেগম (৩৫)। দু’জনই মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে জানান মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের গোয়েন্দা তথ্যের খবরে ১৯ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ হ্যাচ্চার খালের কেওড়া বাগানে অবস্থান নেন। এসময় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমার নাগরিক নারী ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিধানের স্যান্ডেলে লুকিয়ে অভিনব কৌশলে আনা ২৪ লক্ষ ১৭ হাজার ৪০০ টাকা মুল্যের ৮ হাজার ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অবৈধ অনুপ্রবেশের এবং মাদক ইয়াবা বহন করার দায়ে ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিক নারী ২ জন পাচারকারীকে মামলা দায়েরপুর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

পাঠকের মতামত: