ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

কিরগিজিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১০ গোল

image_164313_0নিউজ ডেস্ক :::

ঢাকা: এবার আরও দুরন্ত, আরও ভয়ঙ্কর বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ইরানকে ৩-০ হারিয়ে টুর্নামেন্ট শুরু। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের জালে ৫ গোল। বুধবার কিরগিজিস্তানের জালে ১০ বার বল পাঠিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বের ‘সি’ গ্রুপের খেলায় বাংলাদেশ ১০-০ গোলে হারিয়েছে কিরগিজিস্তানকে।

জমাট রক্ষণভাগ দিয়ে শুরুতে বাংলাদেশকে গোল বঞ্চিত রাখতে সমর্থ হয়েছিল কিরগিজিস্তান। খেলার ২০ মিনিটে গোলমুখের বাধা টপকে যায় বাংলাদেশ। গোলমুখে তৈরি হওয়া জটলা থেকে আলতো টোকায় গোল করেন আনুচিং মারমা। ৩০ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের ক্রসে ডান পায়ের ভলিতে গোল করেন মিডফিল্ডার মারজিয়া।

৪৩ মিনিটে গোল করেন খোদ কৃষ্ণাই। মারজিয়ার শট থেকে ফিরে আসলে কোনাকুনি শটে গোল করেন তিনি। পরে হেডের মাধ্যমে চতুর্থ গোলটি করেন আনুচিং মারমা। ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পর ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন কৃষ্ণা। ৬৭ মিনিটে টুর্নামেন্টে প্রথম পেনাল্টি পায় বাংলাদেশ। গোল করেন ডিফেন্ডার শামসুন্নাহার। ৭৫ মিনিটে ফ্রি-কিকে সপ্তম গোলটি করেন ডিফেন্ডার নার্গিস খাতুন। ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক কৃষ্ণা রানী। পরে ৮৪ মিনিটে মারিয়া মান্ডা নবম ও ৮৭ মিনিটে শামসুন্নাহার করেন দশম গোলটি।

 

পাঠকের মতামত: