ঢাকা,বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

লামায় ২৭ রাবার শ্রমিককে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, লামা ::  বান্দরবানের লামায় ৬টি রাবার বাগানে কর্মরত ২৭ জন শ্রমিককে পাহাড়ী সন্ত্রাসীরা জোর পূর্বক অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দেড়টার সময় উপজেলার ফাঁসিয়াখালী  ইউনিয়নের মুরুং ঝিরি নামক এলাকার। 

অপহৃতদের মধ্যে ২০ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মোঃ ফারুক (২৬), মোঃ আইয়ুব আলী (২৬),  মোঃ সিদ্দিক (৪০) ও আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মোঃ মোবারক (২৫), মোঃ হারুন (৩০), রমিজ উদ্দিন (৩০), সৈয়দ নুর (২৮), মোঃ কায়ছার (৩৮), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ ইমরান (১৭), মঞ্জর (৩০), আফসার আলী (২৫), মোঃ খাইরুল আমিন (৩০), মোঃ আবু বক্কর (২৯), মোঃ আঃ রাজ্জাক (৩৩) ও মবিন (২৫)। অপহৃত অপর ৭ জনের নাম পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, রবিবার গভীর রাত দেড়টার সময় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম মুরুং ঝিরি এলাকার ৬টি রাবার বাগান থেকে ২৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী সন্ত্রাসীরা সকাল সাড়ে ১০টার সময় আরাফাত রাবার বাগান প্লান্টেশনের মালিক শাহজাহানের মুঠোফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃতদের উদ্ধারে চলছে যৌথবাহিনীর অভিযান। এলাকাটি খুবই দূর্গম বলে জানান ওসি।

পাঠকের মতামত: