ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে পৌর বিএনপির শুভেচ্ছা বিনিময়  

কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে   কক্সবাজার পৌর বিএনপির নেতৃবৃন্দ  শুভেচছা ও অভিনন্দন জানান গতকাল ২৭ ডিসেম্বর। প্রেসক্লাব মিলনায়তনে  পৌর বিএনপির আহবায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ  প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি  মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আবুল কাশেম সহ পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন দীর্ঘ সতের বছর পর ফেসিস্ট পতনের পর প্রথম প্রেসক্লাবে এসে নব নির্বাচিত কমিটিকে  শুভেচছা জানাতে পেরে খুব বেশি আনন্দ লাগছে। পৌরবিএনপির কোন নেতা কর্মী চাঁদা বাজী ও দখল বেদখলে লিপ্ত থাকলে সেই সংবাদ ছাড় না দিয়ে  তাদের বিরুদ্ধে লিখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান। সামনে দিন গুলোতে প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচিতে পৌর বিএনপি প্রেসক্লাবের পাশে থাবে। এসময় আরও বক্তব্য রাখেন  প্রেসক্লাবের কার্যকরী কমিটির পক্ষে  সহ সভাপতি  কামাল হোসেন আজাদ,  সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ,  পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনসার হোসেন, প্রেসক্লাবের  নির্বাহী সদস্য  মোর্শেদুর রহমান খোকন ও মোয়াজ্জেম হোসেন সাকিল।
কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদ, তাদের কে শুভেচ্ছা জানানোর জন্য পৌর বিএনপির আহবায়কসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত: