ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আওয়ামীলীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলেই বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে

Chakaria. Picture (Press) 10-06-2016এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সাবাজারের চকরিয়ায় সাপ্তাহিক গণসংযোগ পত্রিকার ১৭তম বর্ষপুর্তি উপলক্ষে শুক্রবার বিকালে স্থানীয় অভিজাত রেস্তোরা ধান সিঁিড় কনভেশন হল মিলনায়তনে ইফতার পাটির আয়োজন করা হয়েছে। সাপ্তাহিক গণসংযোগ সম্পাদক কেএম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক রজাউল করিম। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সব সময় সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলেই গণমাধ্যম গুলো সরকারের সফলতার পাশাপাশি সরকারের দুর্বলতা ও অসঙ্গতি সমুহ জনগনের সামনে নির্ভয়ে তুলে ধরছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ নেতত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। জনগনের জীবনমান উন্নত হচ্ছে। তাই দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রার প্রয়োজনে সকল রাজনৈতিক দলের উচিত আন্দোলনের নামে গুপ্ত হত্যার রাজনীতি পরিহার করা ।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুল কবির, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, চট্টগ্রাম মেরণ সান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ড.লায়ন সানা উল্লাহ, চুনতী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নঈম আজাদ, সচেতন নাগরিক কমিটি সনাক উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ডা.মাহাবুবুল আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। অনুষ্টানে উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, সমাজ সেবক ডা.আরিফুল মাওলা, চকরিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি বশির আল মামুন, সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক এম.জিয়াবুল হক, আবদুল মজিদ, মনজুর আলম, এম রায়হান চৌধুরী, এম আলী হোসেন, মনছুর আলম রানা, আওয়ামীলীগ নেতা ফজলুল কাদের, পৌরসভা যুবলীগের সভাপতি হাছানগীর হোছাইন প্রমুখ। অনুষ্টানে বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে কুলুষমুক্ত সমাজ বির্নিমানের আয়না, নিরপেক্ষ লেখনীয় মাধ্যমে তা জনগনের সামনে তুলে ধরতে হবে। লোভ লালসা পরিহার করে সত্য লেখাই হলো প্রকৃত সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের অন্যতম শপথ। তাই সংবাদপত্র ও পেশাদার সাংবাদিক সম্মাণ অক্ষুন্ন রাখতে হলে সঠিক ঘটনা নির্ভয়ে প্রকাশ করতে হবে। তা হলেই জাতি উপকুত হবে।

পাঠকের মতামত: