ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের যোগসাজশে খাসজমি দখলের উৎসব 

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপজেলা অংশের জমি দখল করে সড়ক-মহাসড়কের পাশে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। সংশ্লিষ্টদের চোখের সামনে এভাবে দখল হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের খাস জমি । অজ্ঞাত কারণে এসব দেখার কেউ নেই! এসব দখলদারি রুখবে কে?- এলাকার সচেতন মহলের মুখে মুখে ঘুরছে এ প্রশ্ন।সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজারের উত্তর পাশে রাস্তার দুই পাশে, নলবিলা বিটের পাশে,হারবাং, বরইতলী, ডুলহাজারা, খুটাখালী, ফাঁসিয়াখালী এলাকায় অন্তত অর্ধশতাধিক স্থানে খাস জমি দখল করে ভরাট ও স্থাপনা নির্মাণ করেছে দখলবাজরা ।

জিদ্দাবাজার এলাকায় খাসজমি দখল করা জসিম উদ্দিন ও ডা: রমিজের কাছে কিভাবে খাসজমি ভরাট করছেন জানতে চাইলে তারা বলেন, আমরা সড়ক বিভাগ থেকে অনুমতি নিয়ে কাজ করেছি ।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী দিদারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন , আমরা নিয়মিত তাদের কাছে নোটিশ পাঠাচ্ছি । কিছু স্থানে উচ্ছেদ অভিযানও পরিচালনা করেছি।

পাঠকের মতামত: