ঢাকা,সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া সদরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহি  বাসের ধাক্কায় মো: রুস্তম আলী (৩৮) নামের এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকাস্থ কাঁচামালের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রুস্তম আলী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল হক সওদাগরের ছেলে।
আজ বিকালে নিহতের মামা সালাউদ্দিন জানান, ‘রুস্তুম আলী পদুয়া তেওয়ারী হাট এবং বটতলী স্টেশনের সাহেব বাজারে কাঁচা তরকরি বিক্রি করে। গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে কাঁচা মরিচসহ তরকারি কেনার জন্য চকরিয়ায় যান।  তরকারি কেনার পর লোহাগাড়ার পদুয়া ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এই অবস্থায় পথিমধ্যে একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
জানতে চাইলে চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন,  সড়ক দুর্ঘটনার বিষয়টি কেউ আমাদেরকে জানাইনি। তারপরও খবর নিয়ে গাড়িটি জব্দ করে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: