ঢাকা,সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

এক দফা ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে চকরিয়ায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :..  এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন। উক্ত আন্দোলনে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই দাবির অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় ঘোষণার আলোকে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের কাঁচাবাজার রাস্তার মাথা থেকে বিএনপির মিছিলটি শুরু হয়ে সড়ক ও জনপদ বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলে বিএনপি’র নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবি করে নানা ধরণের বিভিন্ন স্লোগানে মেতে উঠে।

পাঠকের মতামত: