ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

আলীকদমে হাইকোর্ট নিষেধাজ্ঞার মধ্যেই চলছে ইটভাটার কাজ

মনির আহমদ, আলীকদম থেকে :: বান্দরবানের আলীকদম গহীন অরন্যের ভিতর মুরং পাড়ার অবৈধ ইটভাটাটি হাইকোর্টাদেশে জুন মাসেই গুঁড়িয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন প্রশাসন । বন্ধাদেশের হাইকোর্টের সাইনবোর্ড থাকা অবস্থায়ই দুইমাসের মধ্যেই হাইকোর্টাদেশ উপেক্ষা করে পুরোদমে কাজ চলছে জামাল চেয়ারম্যানের ইটভাটার উন্নয়ন কাজ। পরিবেশ অধিদপ্তরের জ্ঞাত সারেই চলছে ব্রয়লার নির্মান ও পাহাড় কেটা।

ইটভাটা মালিক আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে ইটভাটার আবেদন করেই কাজ করছেন তিনি।

এ ব্যাপারে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী জানান, চেয়ারম্যান জামাল উদ্দিন ক্ষমতাসীন মন্ত্রী বীর বাহাদুরের দলের লোক। তার উপর তিনি ব্রয়লার নির্মান করছেন। এক কথায় পরিবেশ অধিদপ্তরের মৌখিক সম্মতিতেই তিনি কাজ করছেন।

ঢাকঢোল বাজিয়ে ২১ জুন ‘২৩ আলীকদম উপজেলার মোরং পাড়ার অবৈধ ইটভাটা বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী এর নেতৃীত্বে অভিযান পরিচালনা করা হয় এবং তাৎক্ষণিক ভাবে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। অভিযান চালিয়ে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া ইটভাটার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন। এরমধ্যে উপজেলার আলীকদম সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলী এলাকার টইগ ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে বন্ধ করা হয় ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা সমূহের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে।

সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলী এলাকার টইগ এবং উইগ ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছিল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা সমূহের সকল কার্যক্রম বন্ধ করে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি)। এরই মধ্যে সাইনবোর্ড ও হাইকোর্টাদেশ উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন স্বয়ং ইটভাটা মালিক আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন।

 

পাঠকের মতামত: