ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুলিশের অভিযানে ২৭ আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় টানা ৮ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত পলাতক ২৭ জন আসমিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী চকরিয়া নিউজকে বলেন, অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জন, জিআর পরোয়ানার ১১ জন ও সিআর পরোয়ানাভুক্ত ১৩ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এরপর বিচারকের নির্দেশে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

পাঠকের মতামত: