সুনিপ দাশ সৌরভ, চকরিয়া :: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারের পূর্ণাঙ্গ ফুটবল একাডেমির কার্যক্রম শুভ উদ্ধোধনের জন্যে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ চট্টলার বিশিষ্ট ক্রীড়াবীদ, জেলা ফুটবল এসোসিয়েনের সম্মানিত সফল সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
আজ সোমবার ৪শে জুলাই সকাল ১০ টার সময় ঢাকাগামী একটি বিমান যোগে ফিফা ও বাফুফের প্রতিনিধি টিম কক্সবাজারে বিমানবন্দরে পৌঁছালে, জেলা ফুটবল ক্রীড়া এসোসিয়েনের নেতারা সম্মিলিতভাবে ফিফা ও বাফুফের প্রতিনিধি টিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এতে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া এসোসিয়েনের সম্মানিত সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী এবং জেলা ক্রীড়া এসোসিয়েনের সাধারণ সস্পাদক সহ জেলা ক্রীড়া সংস্থার একাধিক নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: