ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বাড়ির সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রঞ্জিত দে’র পুত্র শিবু দে (৩১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে পৌরসভা ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়ায় ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন নিহতের দাদা সুনিল দে।
নিহতের পিতা রঞ্জিত দে বলেন, আমার ছোট ভগ্নিপতির স্বামীর মৃত্যু জনিত “অন্তেষ্টিক্রিয়া” অনুষ্ঠান উপলক্ষে বাড়ির সবাই চন্দনাইশ উপজেলার মোহাম্মদ পুর এলাকায় অবস্থান করছিলাম। ওই সময় আমার বড় ছেলে শিবু দে বাড়ির সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে (গলায় ফাঁস লাগিয়ে) আত্মহত্যা করেছে বলে জানতে পেরে চন্দনাইশ থেকে দ্রুত বাড়িতে এসে থানা পুলিশকে খবর দিই। পুলিশের উপস্থিতিতে ফ্যানের সাথে ঝুলানো অবস্থা থেকে মৃত দেহটি নামানো হয়। নিহত শিবু পেশায় একজন মুদি দোকানদার বলে জানা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পৌরসভার ভরামুহুরী এলাকায় বাড়ির ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শিবু দে (৩১) নামক এক যুবকের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: