ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

এম.জিয়াবুল হক ::  চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং পরীক্ষার্থীদের সম্মাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুন সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক রুস্তম গনী মাহমুদ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মালেক ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।

পরে অফিস সহকারি তৌহিদুল করিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, রিয়াজ উদ্দিন শিপু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল গফুর, সাবেক মেম্বার শাহাব উদ্দিন, ফরিদুল আলম, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন নুরী, সিনিয়র শিক্ষক প্রকাশ চন্দ্র চৌধুরী, বিবেক চন্দ্র শীল, শিক্ষক মৌলানা মিজানুর রহমান, শিক্ষিকা রাবেয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম বলেছেন, জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীকে লেখাপড়ার মাধ্যমে দক্ষমানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেইজন্য শিক্ষক এবং অভিভাবক উভয়কে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। একজন আদর্শবান শিক্ষার্থী কোনদিন বিপদগামী হতে পারেনা। তাঁর ধ্যান জ্ঞান শুধুই পড়ালেখার প্রতি মনোযুগি থাকতে হবে। তাহলেই সেই শিক্ষার্থী জীবনে সফলতা পাবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিকের পাঠ শেষে তোমাদের উচ্চমাধ্যমিকে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় নিজেকে তুলে ধরতে হবে। বিকশিত করতে হবে নিজের মেধা মননকে। আশাকরি সবাই লেখাপড়ার মাধ্যমে নিজেকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে তৈরী করতে সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে হবে।

আলোচনা শেষে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বিদায় দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: