বাঁশখালী প্রতিনিধি :: ১) রশিদ আহমদ চৌধুরী ২) শাহাদত আলম ৩) তাজুল ইসলাম ৪) কফিল উদ্দিন ৫) এম হারুনুর রশিদ ৬) ইবনে আমিন ৭) জসীম উদ্দিন হায়দার ৮) সালাহউদ্দিন কামাল ৯) কায়েশ সরোয়ার সুমন ১০) তারেকুর রহমান ১১) মো. লেয়াকত আলী ১২) মো আসহাব উদ্দিন ১৩) মোরশেদুল ইসলাম ফারুকী
বাঁশখালীর ১৩ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭টিতে, আওয়ামী লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র ৩টিতে, বিএনপি ২টিতে এবং জামায়াত ইসলামী ১টিতে বিজয়ী হয়েছে। বেসরকারি ফলাফল অনুসারে এ সব তথ্য জানা যায়।
নির্বাচিত ১৩ ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে ৭ জন পুনরায় নির্বাচিত হয়েছেন।
সরল ইউপিতে রশিদ আহমদ চৌধুরী (আওয়ামী লীগ), কালীপুর ইউপিতে আ.ন.ম শাহাদত আলম (আওয়ামী লীগ), বাহারছড়া ইউপিতে অধ্যাপক তাজুল ইসলাম (আওয়ামী লীগ), বৈলছড়িতে মো. কফিল উদ্দিন (আওয়ামী লীগ), শীলকূপ ইউপিতে কায়েশ সরোয়ার সুমন (আওয়ামী লীগ), খানখানাবাদ ইউপিতে জসীম উদ্দিন হায়দার (আওয়ামী লীগ), আলহাজ্ব ইবনে আমিন (আওয়ামী লীগ)।
আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র বিজয়ীরা হলেন ছনুয়া ইউপিতে এম. হারুনুর রশিদ, সাধনপুর ইউপিতে কে.এম. সালাহ উদ্দিন কামাল, পুঁইছড়ি ইউপিতে মো. তারেকুর রহমান।
বিএনপি সমর্থিত দু’জন পুনরায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন গণ্ডামারা ইউপিতে মো. লেয়াকত আলী, পুকুরিয়া ইউপিতে মো. আসহাব উদ্দিন।
জামায়াত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখেরখীল ইউপিতে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছে সরল, বাহারছড়া. কালীপুর, বৈলছড়ি ইউনিয়নে।
আওয়ামী লীগ মনোনীত মূল প্রার্থী ছনুয়া, পুঁইছড়ি, শেখেরখীল, গণ্ডামারা, পুকুরিয়া, সাধনপুর ইউনিয়নে বিজয়ী হতে পারেনি।
পাঠকের মতামত: