ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘দাম কমাও-জান বাঁচাও’ দিবস পালনের ডাক দিল সিপিবি

নিজস্ব প্রতিবেদক :: নিত্য ব্যবহার্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সারা দেশে ‘দাম কমাও-জান বাঁচাও’ দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তারা।

বলা হয়, সারা দেশে পাড়া-মহল্লায় গ্রামে-গঞ্জে, হাট-বাজারে সিপিবির উদ্যোগে সভা-সমাবেশ-পথসভা-হাটসভা-মিছিলসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

এরমধ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং পুরানা পল্টন মোড়ে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম।

সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার এক বিবৃতিতে বুধবারের ‘দাম কমাও- জান বাঁচাও’ দিবস সফল করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।

 

পাঠকের মতামত: