ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

স্ত্রীসহ ফের করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি ::
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া পার্বত্য মন্ত্রীর স্ত্রী মেহ্লা প্রু, মেয়ে ভেনাসও করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য মন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী।

জানা গেছে, কয়েকদিন ধরে বীর বাহাদুর উশৈসিংয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে পার্বত্য মন্ত্রীসহ পরিবারের সদস্যরা মহাখালী আইসিডিআর ল্যাবে করোনা পরীক্ষা করালে আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ২০২০ সালের ৬ জুন প্রথমবার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত হলে ৭ জুন বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। পরে তিনি করোনাভাইরাস মুক্ত হন।

পাঠকের মতামত: