ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর তিন চিকিৎসক আসছেন কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক :: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর তিনজন অভিজ্ঞ চিকিৎসককে খুব শীঘ্রই পাওয়া যাবে চকরিয়া, কক্সবাজারের জমজম হসপিটাল-এ। আগামী ১১ জানুয়ারি ২০২২ এবং ১৩ জানুয়ারি ২০২২ সকাল ১০:০০ থেকে বিকাল ৪:00 ঘটিকা পর্যন্ত, তারা কক্সবাজারের রোগীদের চিকিৎসা প্রদান করবেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর তিনজন অভিজ্ঞ চিকিৎসকের একজন হলেন, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা: মো: তারিক বিন আব্দুর রশিদ, সিনিয়র কনসালটেন্ট-ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি। যেকোনো হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে রোগীরা তার কাছে আগামী ১১ জানুয়ারি ২০২২ যেতে পারেন। অন্য দু’জন চিকিৎসকদের পাওয়া যাবে আগামী ১৩ জানুয়ারি ২০২২ তারিখে। তারা হলেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা: এ এ এম রাইহান উদ্দীন, সিনিয়র কনসালটেন্ট- ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এবং ডা: মো: সুরমান আলী সিনিয়র কনসালটেন্ট- জেনারেল, ল্যাপারোস্কোপিক অ্যান্ড কলোরেক্টাল সার্জারি (লেজার প্রক্টোলজি)।

কক্সবাজারের জমজম হসপিটাল-এ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর তিনজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে আজই যোগাযোগ করুন ০১৩১৮ ৩০৬০৬০ নম্বরে । এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪৩৮৩৬৩২০ নম্বরে।

পাঠকের মতামত: