ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণ খাবে কি?” – ছাত্র ইউনিয়ন

সংবাদ বিজ্ঞপ্তি ::  চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।
গতকাল ০৬ নভেম্বর বিকেল ০৫.০০ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ সভাপতি জয় বড়ুয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক বাবলু দে,সহ-সভাপতি বিবেক চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক ক্লোরিন চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার শুধুমাত্র ধনিক শ্রেণি আর লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ফলে বাজার সিন্ডিকেট জনগনের পকেট কেটে নিয়ে যাচ্ছে। গরিব মানুষের দু’বেলা অন্ন যোগাতে ব্যর্থ হয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না।
এসময় আরো উপস্থিত ছিলেন শহর ছাত্র ইউনিয়নের সহ সভাপতি মোহাইমিন রানিম, সাংগঠনিক সম্পাদক প্রতুল বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক রাফায়েত উল্লাহ, মোঃ আ আহাদ,কক্সবাজার কর্মাস কলেজ ছাত্র ইউনিয়ন নেতা নুবাদ উয়াদিয়া সাহিল, কক্সবাজার সরকারী কলেজ ছাত্র ইউনিয়ন নেতা নওশীন রেজা,কক্সবাজার সিটি কলেজ ছাত্র ইউনিয়ন নেতা অংসাচিং মারমা, শহর ছাত্র ইউনিয়ন নেতা মোস্তাকিম সিকদার,মোহাম্মদ ইশমাম, রাফসান রিজভী, তাস্নুহাত মুহিত, মোহাম্মদ আরিফ প্রমুখ।

পাঠকের মতামত: