ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

জালে ৭ লাখ টাকার কোরাল! ভাগ্য খুলল জেলের

টেকনাফ  প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৩০ মণ লাল কোরাল মাছ। প্রতিটি মাছের ওজন ছিল ছয় থেকে সাত কেজি।

বুধবার (০৩ নভেম্বর) বিকেল ৪টায় মাছ ভর্তি নৌকাটি নিয়ে সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন ভিড় করেন।

জানা গেছে, আজ বিকেল ৩ টায় বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে উত্তরে আবদুর রশিদের মালিকাধীন তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা মাছ শিকারে গেলে জালে ধরা পড়েছে মাছগুলো। তবে মাছগুলো সাত লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী মুফিজ আলম।

নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ বলেন, ‘বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ শিকারের জন্য জাল ফেলে। এক ঘণ্টা পর জাল টেনে তুলতে গিয়ে দেখতে পেয়েছে লাল কোরাল মাছগুলো। মাছগুলোর ওজন ৩০ মণ হতে পারে। সেখানে ২০৩টি মাছ রয়েছে। যা সাত লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’

মাছ ব্যবসায়ী রুহুল আমিন জানান, ‘স্থানীয় এক জেলের জালে ধরা পড়া ২০৩টি লাল কোরাল মাছ সাত লাখ টাকা দামে কিনেছি। সেখানে ৩০ মণ হতে পারে মাছ। তবে কিছু টাকা কমিয়ে দেওয়ার জন্য নৌকার মালিকের সঙ্গে আলোচনা চলছে।’

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলে জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো সাত লাখ টাকায় বিক্রি হওয়ার খবর পেয়েছি।’

পাঠকের মতামত: