ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ঢাকা:::

রাষ্ট্রপতির চিঠি প্রাপ্তি স্বীকার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‍“চিঠি পেয়েছি। আগামী ১৮ 9_0ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় বঙ্গবভবনে ডাকা হয়েছে আমাদের। আমরা কতজন যাব, এসব বিষয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।”
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য সোমবার বঙ্গভবন থেকে ডাক পেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন, “আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমরাই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলাম। তিনি তাতে সাড়া দেয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি আমরা যে প্রস্তাব দিয়েছি সে আলোকে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে।”

পাঠকের মতামত: