এম জিয়াবুল হক, চকরিয়া ::
‘বাড়ির অদুরে বাড়ি, নিরাপদ স্বপ্ন গড়ি’ রূপগল্পে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের উপকণ্ঠে নিবরাস আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকালে
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকায় ব্যক্তিগতপর্যায়ে নিস্কন্টক জমিতে “নিবরাস আবাসন প্রকল্প”র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব.সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এমপি।
চকরিয়া নিবরাস আবাসন প্রকল্পের উদোক্তা ও প্রধান পরিচালক বাংলাদেশ কল্যাণ পাটির কেন্দ্রীয় মহাসচিব চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাট সিকদারপাড়ার বাসিন্দা আবদুল আউয়াল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, চকরিয়া পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম চৌধুরী (দুলাল মিয়া) , এমপির সহধর্মিণী ফোরকান আরা ইবরাহিম, প্রকল্পের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল কবির, আলহাজ্ব ফজলুল কাদের, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, শিক্ষাবিদ অধ্যাপক আবু নঈম আজাদ, চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি প্রমুথ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মহিউদ্দিন অদুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, অপরিকল্পিত নগরায়নের অশুভ প্রতিযোগিতার দোলাচলে এইধরনের পরিকল্পিত আবাসন শিল্প সবার জন্য
নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা দিচ্ছে। এইখাতে সরকার ব্যাপকভাবে কাজ করছেন। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পিত জীবন গড়তে হলে সবাইকে আবাসন শিল্পের মাধ্যমে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জমির আকাশচুম্বী দামের কারণে একজন কর্মজীবি মানুষ ইচ্ছে করলেও পরিবারকে নতুন বাড়ি উপহার দিতে পারেনা। সেইক্ষেত্রে নিবরাস আবাসন প্রকল্পের মতো পরিকল্পিত আবাসন খাত থেকে সুবিধাজনক সিস্টেমে কিস্তি বা সহজ পন্থায় জমি কিনে বাড়ি করতে সক্ষম হবে। এমপি সৈয়দ ইবরাহিম চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকায় নিজের পৈত্রিক জমিতে পরিকল্পিত জীবন গড়তে নিবরাস আবাসন প্রকল্পের সুচনা করার প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
পাঠকের মতামত: