ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

সভাপতি-বাবলা, সাধারণ সম্পাদক-ছুট্টো

“এদেশের গরীব মানুষকে শেখ হাসিনার মতো কেউ ভালবাসে না” -মাতামুহুরী সম্মেলনে হুইপ স্বপন এমপি

এম.মনছুর আলম, চকরিয়া :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এত বড় দুঃসময় আর আসেনি। একদিকে করোনার আঘাত অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে অর্থনীতিতে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যার খেসারত মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকেও দিতে হচ্ছে।
বিশ্ব বাস্তবতার কারণে বর্তমানে সংকট তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল, গ্যাস আমদানির পথ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের ওপর চরম ভাবে প্রভাব পড়েছে। যার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। লোডশেডিং করতে হচ্ছে। এটি আওয়ামী লীগের ব্যর্থতা নয়, শেখ হাসিনার ব্যর্থতা নয়। আগামী কয়েক মাসের মধ্যে এই সংকট কেটে উঠতে পারবো আমরা। আমাদের এই সংকট সবাইকে মোকাবেলা করতে হবে। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ:লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৯ বছর পর তৃণমূল নেতাকর্মীদের বহুপ্রত্যাশিত কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অত্যান্ত ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীরা হলো আ:লীগের প্রাণ ও চালিকা শক্তি। তাদের কারণে আমরা আজ জনপ্রতিনিধি। শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের আপন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মাটি, বাংলাদেশের জাতীয় সংগীত, জাতীয় পতাকা, সার্বভৌমত্ব, দেশের গরীব মানুষকে শেখ হাসিনার মতো কেউ ভালবাসে না। বিশ্বের এই অভিজ্ঞ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যেহেতু আমাদের সামনে আছেন ইনশাল্লাহ্ ভয় পাওয়ার কিছুই নেই। হায় হায় পার্টির নাই নাই আহাজারিতে কিছুই যায় আসে না।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা আ:লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক জেলা আ:লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সহ-সভাপতি রেজাউল করিম।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আ:লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন, জেলা আ:লীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজিত সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো। ##

পাঠকের মতামত: