ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

১৮ জুন বনপা’র ইফতার মাহফিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টালের ভূমিকা শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল-২০১৭
মহোদয়,
আসসালামুওয়ালাইকুম । আগামী ১৮ জুন-২০১৭ রোববার বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র উদোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব ফজলে রাব্বী চৌধুরী ।
বিশেষ অতিথি থাকবেন জনাব শিবলী সাদিক এমপি, তথ্যমন্ত্রণালয়ের সচিব জনাব গোলাম মর্তুজা, যুগ্ম সচিব মিজানুল আলম, সাবেক যুগ্ম সচিব জনাব নুরুল ইসলাম, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর ও বনপার উপদেষ্টাগণ।
অনুষ্ঠান সভাপতিত্ব করবেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন। এ অনুষ্ঠানে বনপা’র সকল সদস্য আমন্ত্রিত ।
আমন্ত্রণে: রোকমুনুর জামান রনি, সাধারন সম্পাদক,বনপা ।
সহযোগিতায় : রবিউল হক খান, সাংগঠনিক সম্পাদক, বনপা।
স্থান : ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB)
সময় : বিকেল ৪ টা ।

পাঠকের মতামত: