ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ার কৈয়ারবিল ইউপি

সড়কে পানি নিষ্কাশন করতে গিয়ে হামলার শিকার ইউপি চেয়ারম্যান

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনের (৩৫) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ইউনিয়নের খোজাখালী স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে। তিনি ওই ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান।

ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, ‘দুদিন ধরে টানা বর্ষণে খোজাখালীর ভোলপুকুর এলাকায় রাস্তার ওপর পানি জমে যায়। স্থানীয় লোকজন অভিযোগের ভিত্তিতে পানি নিষ্কাশন করতে রাস্তার পাশে বাঁধের মাটি সরিয়ে দেওয়া হয়। এতে রাস্তার পানি নিষ্কাশন হয়।’

তিনি বলেন, ‘রাস্তার পাশে মাটি সরাতে গিয়ে একটি কলাগাছ নষ্ট হয়েছে দাবি করে খোজাখালী ভোলপুকুর এলাকার মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ ছাদেকুজ্জামান (৪২) ও তাঁর ভাই মো. সরওয়ার (৪৬) প্রকাশ্যে উষ্মা প্রকাশ করে। বিকেলে পাঁচটার দিকে খোজাখালী স্টেশনে গেলে তখন তাঁরা আমাকে ভর্ৎসনা করে ও হামলা চালায়। এতে আমার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে যায়। একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় বুকে কামড় দিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।’

অভিযুক্ত মোহাম্মদ ছাদেকুজ্জামান মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর ফোনের সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় চেয়ারম্যান আমাকে মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

পাঠকের মতামত: