ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্নহত্যা

আলীকদম প্রতিনিধি ::attohotta_2

আলীকদম উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মো. সফিউল আলম (৩৫) নামের এক যুবক আত্নহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে রবিবার সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ওবাইদুল হাকিম পাড়ায় এ ঘটনা ঘটে। সফিউল আলম ওবাইদুল হাকিম পাড়ার বাসিন্দা সামছুল আলমের ছেলে।

রবিবার সকাল ১০টার দিকে সফিউল আলম ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। কিছুক্ষণ পর অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন সফিউল আলম। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: