ইমাম খাইর, কক্সবাজার ::
একটি সরকারী ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে কক্সবাজার সদর ঝিলংজা বিসিক এলাকায় প্রায় ২০ বছর আগে সিলগালা করা হয় কালু কোম্পানি নামের এক ব্যক্তির মালিকানাধীন মিল। দীর্ঘদিন এটি অনেকটা ‘পরিত্যক্ত গুদাম’ হিসেবে ছিল। সম্প্রতি এই পরিত্যক্ত গুদামটি আবার সচল হতে দেখা যায়। যা ঋণদাতা ব্যাংক কর্তৃপক্ষও হয়তো জানে না।
সরেজমিন অনুসন্ধানে গিয়ে গুদামের ভেতরে ১০ থেকে ১৫ জন শ্রমিক প্যাকেটজাতের কাজ করতে দেখা গেছে। কোন ধরণের মালামাল প্যাকেটজাত করছে? তা জানতে গুদামের ভেতরে ঢুকতে চাইলে বারণ করে, ছবি তুলতে বাধা দেয় বাইরে চেয়ার নিয়ে বসে থাকা এক ব্যক্তি।
সে নিজের নাম সজীব পরিচয় দিয়ে বলে, এখানে ‘ময়দা’ প্যাকেটজাত করা হচ্ছে। তবে, ভেতরে ঢোকা যাবে না। ‘বস’-এর নিষেধ আছে। ছবি তুলবেন না। কি সমস্যা বলুন। উদ্ধত্যপূর্ণ ভাষায় কথাগুলো বলছিল ম্যানেজার পরিচয়ধারী সজিব।
প্যাকেটজাত করে কোথায় নেয়া হবে? জানতে চাইলে উত্তরে সে বলে, চট্টগ্রাম থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। কক্সবাজার লাল দীঘির পাড়স্থ ইডেন গার্ডেনেও তাদের অফিস আছে। এর চেয়ে আমি বেশি কিছু জানি না।
সংশ্লিষ্ট কারো নাম, মোবাইল নাম্বার চাইলে অপারগতা প্রকাশ করে সজীব। এরপর সে গুদামে কর্মরত শ্রমিকদের দ্রুত মিল ত্যাগ করার জন্য নির্দেশ দিয়ে নিজেই সটকে পড়ে। শ্রমিকরাও গুদামের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।
কোথাও ‘ঘাপলা’ না থাকলে কেন গুদামের দরজা বন্ধ করে পালিয়ে গেল সবাই? ছবি তুলতে বাধা কেন? প্রশ্ন স্থানীয়দের।
গুদাম থেকে বেরিয়ে যাওয়ার সময় কথা হয় আবুল কালাম, আকতার, করিম, আলম, আকবর, কুরবান আলী, কাদেরসহ বেশ কয়েকজন শ্রমিকের সাথে।
তারা জানিয়েছে, অনেকদিন ধরে শ্রমিক হিসেবে তারা দৈনিক মজুরিতে কাজ করছে। গাড়িতে করে প্রতিদিন তাদের প্যাকেটজাত করা চালডালগুলো নিয়ে যাওয়া হয়। তবে কোথায় নিয়ে যাওয়া হয়? তা তারা জানে না বলে উত্তর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ রফিক নামের এক ব্যক্তি গুদামটির পুরো নিয়ন্ত্রক। তিনি গুদামটি ভাড়া নিয়েছেন।
তার পার্টনার হিসেবে রয়েছেন-কক্সবাজার শহরের খুরুশকুল রোডের সাগর এন্টারপ্রাইজের মালিক শ্রীমন্ত পাল সাগর এবং চাউল বাজারের এসবি এন্টারপ্রাইজের মালিক বুলবুল তালুকদার। তিনজনের এই শক্তিশালী সিন্ডিকেট রোহিঙ্গা ক্যাম্পে নিম্নমানের চাল, ডাল ইত্যাদি খাদ্যদ্রব্য সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে।
জানা গেছে, রফিক-সাগর-বুলবুল সিন্ডিকেট ডব্লিএফপির খাদ্য সরবরাহ নিয়ে এতোটাই সুক্ষ্ম ও পেশাদারী কায়দায় দুর্নীতি করেছে তা অকল্পনীয়।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ডব্লিউএফপির নিযুক্ত এক সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকার রাজারবাগের জহুরা কামাল ট্রেডিংয়ের মালিক জনৈক টিপু। ঠিকাদার জহুরা কামাল ট্রেডিং অবৈধভাবে তার সাব-কন্ট্রাক্ট দেয় রফিক-সাগর-বুলবুল সিন্ডিকেটকে।
তারা ঢাকার জহুরা-কামাল ট্রেডিংয়ের মালিক টিপুর কাছ থেকে বিরাট অংকের টাকা দিয়ে ডব্লিউএফপিকে চাল-ডাল সরবরাহের দায়িত্ব নিয়েছে। চাল এবং ডালই হলো রোহিঙ্গাদের প্রধান খাদ্য উপকরণ। সাগর-বুলবুল সিন্ডিকেট বহুমুখী খাদ্য দুর্নীতিতে জড়িত। যা ইতিমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকদিনে বিজিবি কর্তৃক ডব্লিউএফপির ৪৫ হাজার ডালসহ কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ডাল রফিক-সাগর-বুলবুল সিন্ডিকেটের বলে দাবি করেছেন অনেক ব্যবসায়ী। এরা এতোটায় দুর্নীতিগ্রস্থ হয়েছে যে, রাতারাতি এরা আঙ্গুল ফুলে কলাগাছ।
এরা সরকারি খাদ্য গুদামের অসাধু কর্তাদের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক কেনা ভালো মানের চাল বাইরে বিক্রি করে দেয়। তার বদলে নিম্নমানের এবং অনেক সময় পঁচা চাল সরকারি গুদামে জমা করে দেয়।
এদিকে রোহিঙ্গাদের চাল-ডাল সরবরাহের দুর্নীতি গোপনে সম্পাদনের জন্য এই সাগর-বুলবুল বিসিক এলাকার একটি পরিত্যক্ত গুদামকে বেছে নেয়। যেটি বর্তমানে ব্যাংকের মালিকানাধীন রয়েছে।
এদিকে রফিক-সাগর-বুলবুল সিন্ডিকেট উখিয়া-টেকনাফের প্রতিটি রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিক্রি করে দেয়া চাল-ডাল নামমাত্র দামে সংগ্রহ করে। রোহিঙ্গাদের কাছ থেকে সস্তায় চাল ডাল কেনার জন্য প্রতিটি ক্যাম্পে নিযুক্ত আছে সিন্ডিকেটের লোকজন। এসব চাল-ডাল জমা করা হয় বিসিকের কালু কোম্পানীর সেই পরিত্যক্ত গুদামে। এছাড়া খাদ্য গুদামের জালিয়াতির চাল এবং নানানভাবে সংগ্রহ করা নিম্নমানের চাল-ডাল সংগ্রহ করেও গুদামজাত করে তারা। সেখানে ইউএস এইড এর ছাপানো বস্তায় এইসব চাল ডাল প্যাকেটজাত করে।
জানা গেছে, রফিক-সাগর-বুলবুল সিন্ডিকেটের দুর্নীতির সহযোগী উপকারভোগী। তারা খাদ্য দুর্নীতির ভাগবাটোয়ারার অংশীদার হিসেবে রফিক-সাগর-বুলবুল সিন্ডিকেটের অপকর্ম চেপে যান।
এ ব্যাপারে সাগর এন্টারপ্রাইজের মালিক শ্রীমন্ত পাল সাগর গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে তিনি নিজেকে ডব্লিউএফপির তালিকাভুক্ত ঠিকাদার বলে দাবী করেন। তবে তিনি তার অপকর্ম স্বীকার করে বলেন, দুই টাকা বেশী লাভ করতে হলে এদিক-সেদিক করতে হয়।
দাবি উঠেছে, সাম্প্রতিক সময়ের ঘটনা নিয়ে দুর্নীতির মুল হোতা কক্সবাজার শহরের খুরুশকূল রোডের সাগর এন্টারপ্রাইজের মালিক শ্রীমন্ত পাল সাগর এবং চাল বাজারের এসবি এন্টারপ্রাইজের মালিক বুলবুল তালুকদারকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। অন্যথায় এরা আরও বেপরোয়া হয়ে উঠবে। যেটি কক্সবাজারের জন্য মোটেই শুভ লক্ষণ নয়।
সিলগালা করা গুদামে কিভাবে কাজ করেন? বুলবুল-সাগরের সাথে আপনার কোন ধরণের সম্পর্ক? মুঠোফোনে জানতে চাইলে মোঃ রফিক কোন সদুত্তর দেননি। বরং অন্য একটি মোবাইলে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে কল দিলে রিসিভ করেন নি। সুত্র:সিবিএন
প্রকাশ:
২০১৯-০৫-০৮ ১৩:৪৯:২৬
আপডেট:২০১৯-০৫-০৮ ১৩:৪৯:২৬
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- পেকুয়া এবিসি সড়কে সিএনজি-ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
পাঠকের মতামত: