স্বাস্থ্য বার্তা ::
বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসায় আগ্রহী রোগীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সাওল হার্ট সেন্টার, চট্টগ্রাম শাখা বড় পরিসরে ১০৫৪ রহিম ম্যানশন (নীচতলা), সুবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড, চট্টগ্রাম-৪০০০-এ ১ সেপ্টেম্বর ২০১৯, রোববার নতুন যাত্রা শুরু করলো।
সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের চেয়ারম্যান কবি মোহন রায়হান এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চট্টগ্রামের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ বদিউল আলম বাদল যৌথভাবে নতুন সেন্টার উদ্বোধন করেন।
কবি মোহন রায়হান বলেন, অজানা কারণে হার্ট ব্লকের চিকিৎসায় এতদিন মানুষ কষ্টকর, ঝুঁকিপূর্ণ, কাটাছেঁড়ার প্রচলিত রিং বা বাইপাস অপারেশন নির্ভর ছিল। সাওলের বিনা রিং, বিনা অপারেশনের ঝুঁকিমুক্ত, নিরাপদ, স্থায়ী হার্টের চিকিৎসা সাওল পদ্ধতি সম্পর্কে জানার পর দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে। গোলপাহাড় মোড়ের পুরাতন ঠিকানায় স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে নতুন ঠিকানায় বড় পরিসরে পূর্ণাঙ্গভাবে প্যাথলজি, ইইসিপি, কার্ডিয়াক ডিটক্স ট্রিটমেন্ট, খাদ্য ও পুষ্টি বিভাগ, ইয়োগা মেডিটেশন, ফ্রি হার্ট সেমিনারসহ নানা নতুন আয়োজনে নতুন যাত্রা শুরু হলো সাওল হার্ট সেন্টার, চট্টগ্রাম শাখার।
পাঠকের মতামত: