রহিমা আক্তার নুরী, নাইক্ষ্যংছড়ি ::
জাতির বিবেক খ্যাত সাংবাদিকদের সঠিক ও তথ্য নির্বর লিখনীর মাধ্যমে পর্যটন এলাকা নাইক্ষ্যংছড়ি বিশ্বের দরবারে পৌছে যাবে। তাই সবাই কে এক যুগে পাহাড়ি জন পদ নাইক্ষ্যংছড়ি কে সুন্দর ও শান্তিপুর্ন্ন ভাবে গড়ে তোলার আহবান জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে কচি বলেন, নাইক্ষ্যংছড়ির সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সবার সহায়তা প্রয়োজন। পাশাপাশি লেখনিতে সঠিক তথ্য তোলে ধরতে হবে। রোববার (৮ জুলাই) সকাল ১১টায় ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই আহবান জানানো হয়। এর পরে নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্পের পাশে বেইলী সেতু পরিদর্শন করেন সাদিয়া আফরিন কচি। এই সময় অন্যদের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো.শফিউল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান সোহেল, আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ, সহ ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, সদস্য মাহমুদুল হক বাহাদুর, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ ইউনুছ ও এম আবু শাহমা প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: