ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

সরকারের পায়ের তলার মাটি সরে গেছে : ডা. শাহাদাত

জে.জাহেদ, চট্টগ্রাম ::   কোন ষড়যন্ত্রই অামীর খসরু মাহমুদ চৌধুরীকে দমাতে পারবে না, মিথ্যা মামলা দিয়ে সত্যকে গলা টিপে হত্যা করা যাবে না, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে,তাই পাগলের মতো একের পর এক বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অাওয়ামীলীগ সরকার স্বর্ণ চুরি কয়লা চুরিসহ তাদের দূর্নীতি অাড়াল করার চেষ্ঠা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার ৭আগস্ট বিকেলে নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অামীর খসরু মাহমুদ চৌধুরীর মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অাবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামসুল অালম, সিনিয়র সহসভাপতি অাবু সুফিয়ান ,সহসভাপতি এম এ অাজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, অাবুল হাশেম,ইসমাইল হোসেন, অাবদুল মন্নান,ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর অালম,অানোয়ার হোসেন লিপু, মনজুরুল অালম মনজু , শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহার, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলের সভানেত্রী ফাতেমা বাদশা, সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী।

43

পাঠকের মতামত: