ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে

সম্প্রীতি কচ্ছপিয়াকে হারিয়ে সেমিফাইনালে শেখ জামাল ক্লাব

নীতিশ বড়ুয়া, রামু :: রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, রামুকে হারিয়ে সেমিফাইনালে খেলবে শেখ জামাল ক্লাব, চকরিয়া। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় অভিজ্ঞ শেখ জামাল ক্লাব, চকরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, রামু। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, চকরিয়া শেখ জামাল ক্লাবের নির্ভরযোগ্য ডিফেন্ডার মিনহাজ (জাসি নং ২)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে, কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর প্রধান পৃষ্ঠপোষকতায় রামুতে অনুষ্ঠিত হচ্ছে, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের নবম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. ইউনুছ ভূট্টো। সম্মানিত অতিথি হিসেবে খেলোয়াড়দের সাথে পরিচিত হন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনা কমিটির সহ-সভাপতি ব্যুমকেশ বড়ুয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক অরুন বড়ুয়া জানান, বৃহস্পতিবার টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্ণামেন্টে কক্সবাজার জেলার ১৬টি দল অংশগ্রহণ করেছে।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের ৫ মিনিটে সহজ একটি সর্টের গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়, শেখ জামাল ক্লাবের ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় সায়েম। ১৫ মিনিটে দলের নাইজেরিয়ান খেলোয়াড় আইভো ইব্রাহীম ডিবক্সের কাছ থেকে সর্ট করে, গোল করে শেখ জামাল ক্লাবকে ১-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে আইভো ইব্রাহীম আবারও একটি গোল করে, শেখ জামাল ক্লাব, চকরিয়াকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলায় বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, রামু। কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় চকরিয়া শেখ জামাল ক্লাব ২-০ গোলে সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, রামুকে পরাজিত করে, সেমিফাইনালে প্রবেশ করে।
খেলা পরিচালনায় আবুল কাশেম কুতুবী রেফারী, আহাম্মদ কবির, সিরাজুল হক ও মো. ইসমাইল সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। হলুদ কার্ড: শেখ জামাল ক্লাব, চকরিয়ার খেলোয়াড় আনু, সায়েম, সাইফুল মুন্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুশান্ত পাল বাচ্চু ও ওমর ফারুক মাসুম। খেলায় ধারাভাষ্যে ছিলেন, বেলাল আজম হেলালী ও বিপ্লব মল্লিক।
শেখ জামাল ক্লাব, চকরিয়া : শামিম (গোলরক্ষক), রফিক (অধিনায়ক), মিনহাজ, রাফু, রবি, আকিব, আনু, মাহদু, সায়েম, আরিফ, আইভো ইব্রাহীম (বিদেশী খেলোয়াড়)। অতিরিক্ত খেলোয়াড়: পলাশ, সালাহ উদ্দিন, বিজয়, সাইফুল মুন্না, আয়ুব আলী, মুস্তফা।
সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, রামু: সাদেক (গোলরক্ষক), জিয়া (অধিনায়ক), ইমন, রাজীব, আলা উদ্দিন, ফারুখ, মামুন, বেলাল, রাশেদ, শিবু, ফয়েজ। অতিরিক্ত খেলোয়াড়: নূর মোহাম্মদ, সাদেক, কামরুল, মামুন-২, হৃদয়। শনিবার (৩ এপ্রিল) রামু ষ্টেডিয়ামে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ‘রামু ফুটবল ট্রেনিং সেন্টার’ বনাম ‘পেকুয়া সদর ফুটবল একাডেমি’।

পাঠকের মতামত: