ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শীঘ্রই শাহপরীরদ্বীপ রক্ষা বাঁধের কাজ শুরু হচ্ছে

tekটেকনাফ প্রতিনিধি :::

শীঘ্রই শাহপরীরদ্বীপ রক্ষা বাঁধের কাজ আরম্ভ হবে। এজন্য ১০৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেখানে থাকবে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও। গতকাল বৃহস্পতিবার দুপুরে টেকনাফ শাহপরীরদ্বীপ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মন্ত্রী কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শাহপরীরদ্বীপ ভাঙন কবলিত বেড়িবাঁধ এলাকায় যান। তিনি আরো বলেন, শাহপরীরদ্বীপ-ঘুমধূম,বাঁকখালী খালের ড্রেজিং, কুতুবদিয়াসহ কক্সবাজারের উপকূলীয় এলাকায় কয়েকটি প্রকল্পে এক হাজার কোটি টাকারও অধিক বরাদ্দ দেয়া হয়েছে। যা সম্পন্ন হলে এক বছরের মধ্যে কক্সবাজারের চিত্র পাল্টে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত প্রতিরক্ষা ব্লক দিয়ে আধুনিক মানের বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। জলবায়ুর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিবেচনয় বেড়িবাঁধ উচ্চতা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আগামী বর্ষার মধ্যেই শাহপরীরদ্বীপ রক্ষা বাঁধের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াছ, পানি উন্নয়ন বোর্ড চট্রগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম শামসুল করিম, কক্সবাজার পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী তাজুল ইসলাম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।

পাঠকের মতামত: