ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিবিরের নিখোঁজ ২ নেতা-কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

156অনলাইন ডেস্ক :::

প্রায় এক মাস ধরে নিখোঁজ ছাত্রশিবিরের ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি আবুজর গিফারী (২২) ও সংগঠনটির কর্মী শামীম হোসেনের (২০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে যশোরের পুলিশ।

আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার হৈবৎপুর ইউনিয়নের জোড়াদহ গ্রামের একটি পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত শিবির নেতা আবুজর গিফারী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের ইসলাম আলীর ছেলে এবং শামীম হোসেন একই উপজেলার বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

গত ১৮ মার্চ থেকে আবুজর গিফারী এবং ২৪ মার্চ থেকে শামীম নিখোঁজ ছিলেন। তাদের দু’জনকেই ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। তবে পুলিশও তাদের আটক করার কথা অস্বীকার করে আসছিল।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ দু’জনের স্বজনরা আসলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর তাদের কাছ লাশ হস্তান্তর করা হবে। বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত: