নিজস্ব প্রতিবরদক :: চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে ওই হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এ ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: