ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লামায় ভাড়াটিয়া সেজে মোটর সাইকেল ও চালককে অপহরণ

মেহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধিঃ
ভাড়াটিয়া মোটর সাইকেলে যাত্রী সেজে গাড়ি ও চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বান্দরবানের লামার সরই ইউনিয়নে শুক্রবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। নিখোজঁ মোঃ কামাল উদ্দিন (৪০) সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার মৃত অজু মিয়ার ছেলে।
নিখোঁজ কামালের মা শাকেরা বেগম (৫৪) জানায়, কামাল পেশায় একজন ভাড়া মোটর সাইকেল ড্রাইভার। শুক্রবার রাত ১১টায় সরই বাজার থেকে ২জন অপরিচিত যাত্রী নিয়ে গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রী বেসে উঠা ২জন নির্জন পাহাড়ি এলাকায় তাকে অপহরণ করে নিয়ে যায়। সংবাদ প্রেরণ করা পর্যন্ত কামাল ও গাড়ি পাওয়া যায়নি।
সরই মোটর সাইকেল সমিতির সভাপতি মোঃ লোকমান বলেন, আমরা অনেক খোজাখুজি করেছি কামালকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সরকার বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত কামালকে পাওয়া না যাওয়ায় তার মা পুলিশ ক্যাম্পে এসেছিল। আমরা তাদের লামা থানায় যেতে বলেছি। বিষয়টি অপহরণ নাকি পূর্ব শত্রুতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত: