ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

লামায় ভর্তুকি মুল্যে কৃষি উপকরণ বিতরণ

mail-google-comমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি ঃ

লামায় প্রান্তিক কৃষকের মাঝে ভর্তুকি মুল্যের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সামনে বিভিন্ন ইউনিয়নের ১২জন কৃষকের মাঝে ফুট পাম্প বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, উপজেলা প্রকোশলী কর্মকর্তা মোবারক হোসেন, বান্দরবান বিএসএ ডিলার সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও প্রান্তিক কৃষকরা।

কৃষি উপকরণ ফুট পাম্প গ্রহণ করেন, রোজিনা বেগম, বাবুল বড়–য়া, মোঃ গিয়াস উদ্দিন, মংচাথুই মার্মা, মোঃ জাফর আলী, মোঃ ফরিদুল আলম, পাডুই মুরুং, নজির আহমদ, মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দু রহিম, আব্দুল খালেক ও ক্রাচিং প্রু মার্মা। লামা পৌরসভার শিলেরতুয়া এলাকার কৃষক মংচাথুই মার্মা জানান, আধুনিক কৃষি উপকরণ পাওয়ায় চাষাবাদে অনেক সহায়তা হচ্ছে। তাছাড়া প্রযুক্তিগত কৃষি সরঞ্জাম ব্যবহারে ফলন বেড়েছে।

পাঠকের মতামত: