ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় বিএনপির বিক্ষোভ মিছিল

Photo 21.05.17মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। রবিবার বিকেলে লামা প্রেস ক্লাবের সামনে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বের হতে না হতেই পুলিশি বাধায় পন্ড হয়ে মিছিলটি।

মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান প্রদান করে লামা পৌর বিএনপির সভাপতি আব্দু রব। মিছিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন,(কাউন্সিলর), পৌর বিএনপি সহ-সভাপতি আবু তাহের, তাঁতী দলের সভাপতি মোঃ হারুণ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মাতামুহুরী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত বুলবুল সহ প্রমূখ। এছাড়া মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন পুলিশি বাধায় আমরা মিছিল করতে পারিনি। দেশের মানুষের বাক স্বাধীনতা নেই।

পাঠকের মতামত: