ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

লামায় ফার্মে আগুন পুড়ল ৩ হাজার মুরগি

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামা উপজেলায় আগুনে ৩ হাজার পোল্ট্রি মুরগি সহ দুইটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ খামার মালিক মো. কামাল হোসেন। সোমবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি মুজিবরের দোকানের পাশে এই ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকেলে উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি গ্রামের কৃষক মো. কামাল হোসেনের মুরগির খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখির বাতাসে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। কোনভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফার্মের মালিক আব্দুস সাত্তারের ছেলে মো. কামাল হোসেন বলেন, আগুনে ৩ হাজার পোল্ট্রি মুরগি ও ২টি খামার ঘর পুড়ে আমার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আমি নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম বলেন, বাতাস বেশী থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।

পাঠকের মতামত: