ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় প্রধানমন্ত্রীর “ব্রান্ডিং কার্যক্রম” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ01

সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম তৃণমুল জনগণের মাঝে পৌছে দিতে প্রধানমন্ত্রীর ‘বিশেষ উদ্যোগ’ গ্রান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের লামা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া ও শারাবান তহুরা, লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার, মিন্টু কুমার সেন, বাথোয়াইচিং মার্মা, মো. জালাল উদ্দিন ও ফরিদ উল আলম সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে আমূল পরির্বতন করেছে। শিক্ষার্থীরা এখন বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। গ্রাম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করায় সেখানে মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। সরকার বিভিন্ন জেলায় ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় জোর দিচ্ছে। এটা সম্ভব হলে বাংলাদেশে আার বেকার সমস্য থাকবে না। প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে ব্রান্ডিংয়ে যে প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

পাঠকের মতামত: