ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Lama Photo 26.04.17মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আহবানে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করেছে লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ জানান, নাগরিক জীবনের সকল বিষয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীগন সেবা দিয়ে থাকলেও বেশির ভাগ পৌরসভায় তারা ঠিকমত বেতন-ভাতা পাননা। চাকরি শেষে সকল সরকারী কর্মকর্তা কর্মচারী পেনশন পান। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাও পান না। এই প্রেক্ষিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবিতে কর্মবিরতি পালন করে।

কর্মসূচী থেকে কর্মকর্তা কর্মচারীরা সারা বাংলাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী মেনে নেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান। পৌরসভার সকল শাখার কর্মকর্তা-কর্মচারীগন কর্মবিরতিতে অংশগ্রহন করেন।

পাঠকের মতামত: