ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামায় পুলিশি অভিযানে গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

মাদক বিরোধী অভিযান চালিয়ে বান্দরবানের লামা থানা পুলিশ গাঁজা ও নগদ টাকা সহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড মেম্বার পাড়া এলাকায় গাঁজা বিক্রি কালীন সময়ে ৪ জন হাতে নাতে আটক করা হয়।

আটককৃতরা হল, মো. ফজলু মিয়া (৪৫), পিতা- মৃত ইদ্রিস আলী, মেম্বার পাড়া, মো. হারুন (৩৩), পিতা- মৃত এনামুল হক, মো. সাদ্দাম হোসেন (২৭), পিতা- বশির আহাম্মদ, উভয় গ্রাম- পূর্ব কাকাড়া পাহাড়তলি, কাকাড়া ইউপি, চকরিয়া, কক্সবাজার, মো. সাহাব উদ্দিন (৩০), পিতা- মৃত সফি, নয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, ফাঁসিয়াখালি ইউপি, লামা, বান্দরবান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ২২ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৭ (ক) ধারা মতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৫, তারিখ- ৩১ মে ২০১৮ইং।

পাঠকের মতামত: