মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবানের লামার উপজেলার সদর ইউনিয়নের দূর্গম পোপা হেডম্যান পাড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় ৮ কাঠ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের পোপা খালের আগায় এই ঘটনা ঘটে। আহদের মধ্যে ৪ জনকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লামা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিকুর রহমান মজুমদার জানিয়েছেন, গুরুতর আহত আব্দুল জলিল (৫৫), দুলাল মিয়া (৪৫) কে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং জসিম উদ্দিন (৩৫) ও নুরুল আমিন (৫৫) কে লামা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আহতরা জানিয়েছেন, গাছ বাশঁ কাটার জন্য তারা লামা সদর ইউনিয়নের পোপা মৌজায় গমন করেন। সন্ধ্যায় জলপাই রংয়ের পোশাক পরিহিত অস্ত্রধারী ১৫/২০ জন লোক তাদের বেধড়ক মারধর করে। মারধর করা কালীন সময়ে সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য করে বলেছেন “যাও সেনাবাহিনীকে আমাদের আসার কথা জানিয়ে দাও”। সন্ত্রাসীরা তাদের জেএসএস গ্রুপের সদস্য বলে দাবী করে। দূর্গম এলাকা হওয়ায় এবং সড়ক যোগাযোগ না থাকায় এখনও অনেক আহত লোক হাসপাতালে পৌছতে পারেনি।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, হামলার ঘটনা শুনেছি। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
পাঠকের মতামত: