ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় দোকান ও বসত বাড়িতে চুরি

churiমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলার সরই ইউনিয়নের টংকাবতী পাড়ায় একরাতে ১টি দোকান ও ১টি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে কোন এক সময় এই ঘটনা ঘটেছে বলে জানায় দোকান মালিক দেলোয়ার হোসেন (৪০) ও একই এলাকার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরা (৩৮)।

জানা গেছে, দোকানদার দেলোয়ার হোসেন সকালে দোকানে এসে দেখে লোহার গ্রিল ও তালা ভাঙ্গা। চোররা তার দোকান থেকে নগদ ৪৫ হাজার টাকা ও ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পার্শ্ববর্তী বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরা বলেন, রাতে চোররা আমার ঘর থেকে ২টি রুপার চেইন চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১৮ হাজার টাকা। সোমবার সকালে খরব পেয়ে কেয়াজুপাড়া ক্যম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। দোকান ও ঘরে লোকজন না থাকায় চোরেরা চুরির সুযোগে পেয়েছে এমন মন্তব্য করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের সহ উপ-পরিদর্শক ও ডিউটি অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থরা থানা এসে ১টি অভিযোগ দিয়ে গেছে। অফিসার ইনচার্জ এখন বান্দরবানে আছেন। রাতে তিনি আসলে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: