ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামায় গৃহবধূর আত্মহত্যা

লামা প্রতিনিধি ::

স্বামীর সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় আল্পনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে। আল্পনা আক্তার টিয়ারঝিরি পাড়ার বাসিন্দা মো. জাকির হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আল্পনা আক্তারের স্বামী মো. জাকির হোসেন চট্টগ্রামের একটি গার্মেন্টস এ চাকুরী করেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের অন্য সদস্যদের অগোচরে বেশ কয়েকটি ঘুমের বড়ি খেয়ে ফেলে আল্পনা আক্তার।

এতে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক পর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল্পনা আক্তার মারা যান। অভিমান করে ঘুমের বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যুর সত্যতা ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবুল হোসেন নিশ্চিত করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: