ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

লামায় খালে ভেসে আসা অজ্ঞাত লাশটি কালাংওই মুরুং 

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামায় খালের পানিতে ভেসে আসা অজ্ঞাত লাশটির পরিচয় মিলেছে। ঘটনার ৪দিন পর ২৯ জুলাই রোববার জানা গেছে প্রাপ্ত লাশটি উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম ৭নং ওয়ার্ডের হাম্বুক পাড়ার মৃত খেংক্লাং মুরুং ও মৃত ছংরু মুরুং এর ছেলে কালাংওই মুরুং (৫৬) এর।

নিহতের ছেলে রেংহিং মুরুং (৩৫) বলেন, গত ২৪ জুলাই মঙ্গলবার আমার বাবা কালাংওই মুরুং পার্শ্ববর্তী মংপ্রু পাড়ায় এক মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যায়। সেখান থেকে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পথে লামা খালের মংপ্রু পাড়া ঘাটে পারাপারের সময় অতিরিক্ত ¯্রােতে পানিতে ভেসে যায়। আমাদের সামাজিক অনুষ্ঠানে মদ পান করার প্রথা রয়েছে। ধারনা হচ্ছে তিনি মদ্যপায়ী ছিলেন তাই নদী পারাপারের সময় পানিতে ভেসে যান। আশপাশে কেউ না থাকায় আমরা খবর পায়নি। বাবা পেশায় বৈদ্য ছিলেন। একদিন পরে তার লাশটি রুপসীপাড়া ইউনিয়নের বৈক্ষমঝিরিস্থ লামা খালের জনৈক সালামের মার বাড়ি সংলগ্ন নদীর ঘাটে পাওয়া গেছে। বিষয়টি আমরা রোববার (২৯ জুলাই) সকালে জানতে পেরে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদে এসে জানাই। পরে বাবার লাশের ছবি দেখে সনাক্ত করতে সক্ষম হই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, নিহতের ছেলে রেংহিং মুরুং লাশের ছবি দেখে লাশটি তার বাবা কালাংওই মুরুং এর বলে সনাক্ত করে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বুধবার সকালে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বৈক্ষমঝিরিস্থ লামা খালে অজ্ঞাত একটি লাশটি (কালাংওই মুরুং) পাওয়া যায়। তখন অজ্ঞাত লাশটি একজন বয়স্ক উপজাতির বলে নিশ্চিত হওয়া গিয়েছিল। বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে বান্দরবান পৌরসভা ২৫ জুলাই লাশটির শেষকার্য্য সম্পাদন করে।

পাঠকের মতামত: