ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামার আজিজনগরে বৃহস্পতিবার দিবাগত রাতে ৭১ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আবুল কাসেম (৩২) উপজেলার গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়ার মৃত হাজী আবু বক্কর এর ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লামার আজিজনগর ইউনিয়নের জাহেদ লতিফ পাড়াস্থ ইসকান্দার টিলা নামক স্থান হতে ৭১ পিস ইয়াবা সহ আবুল কাসেমকে আটক করে স্থানীয়রা। পরে আজিজনগর পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত এসে ইয়াবা সহ আসামীকে নিয়ে যায়। রাত ১১টায় আজিজনগর ক্যাম্পের পুলিশ সদস্যরা ইয়াবা ব্যবসায়ী আবুল কাসেমকে ইয়াবা সহ লামা থানা নিয়ে আসেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, দোষীর বিরুদ্ধে রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ২১ জুন ২০১৮ইং। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, মাদক ব্যবসায়ী আবুল কাসেমকে গত ৮ জুন শুক্রবার দিবাগত রাতে গজালিয়া তার নিজ বাড়ি হতে ৮পিস ইয়াবা ও গাঁজা সহ আটক করেছিল পুলিশ। আইনী ফাঁক দিয়ে আদালত হতে জামিনে বেড়িয়ে এসে আবারো পুরোদমে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে আবুল কাসেম। মাদক ব্যবসায়ীদের বিষয়ে বিচার বিভাগকে আরো কৌশলী হতে অনুরোধ করেন লামা সুশীল সমাজের প্রতিনিধিরা।

পাঠকের মতামত: