ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

লামায় আইসোলেশন ওয়ার্ড করোনা চিকিৎসায়

নিজস্ব প্রতিবেদক ::  বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদাভাবে ৫ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়া নোবেল করোনাভাইরাস মোকাবেলা ও প্রতিরোধের জন্য আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ডা. মাহমুদুল হকের উদ্যোগে এই আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়।

প্রস্তুতকৃত ওয়ার্ডে আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা সেবাসহ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, হাসপাতালের ইতিমধ্যে রোগীদের হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। হেল্প ডেক্স সহ প্রতিনিয়ত চলছে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি।

উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি চকরিয়া নিউজকে বলেন, উপজেলায় ইতিমধ্যে ১৩ জন হোম কোয়ারেন্টেনে আছেন। ঢাকা বা চট্টগ্রাম থেকে ছুটিতে আসা ব্যক্তিদেরও হোম কোয়ারেন্টেনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: