ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

লামায় অবৈধ ইটভাটা ধ্বংস, যন্ত্রপাতি জব্দ

লামা প্রতিনিধি ::

পাহাড় খেকোদের বিরুদ্ধে এবার রাতেই অভিযান চালানো হয়েছে। বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধভাবে স্থাপিত ইটভাটায় এ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর–এ–জান্নাত রুমী। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাসদস্য এবং পুলিশ নিয়ে ফাইতং ইউনিয়নের পাগলীছড়া এলাকায় যান। সেখানে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ২ট স্কেভেটর, ১টি বুলডোজার এবং বিপুল সংখ্যক অন্যান্য মাটিকাটার যন্ত্রপাতি জব্দ করেন। এ সময় ১০ ড্রামভর্তি জ্বালানি এবং অবৈধ স্থাপনাও ধ্বংস করা হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর–এ–জান্নাত রুমী বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। তিনি এসব ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পাঠকের মতামত: