ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামার ১১ বস্তা চোলাই মদ সহ পিকআপ আটক

„„„„„মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলার আজিজনগরের থেকে মঙ্গলবার সকালে ১১বস্তা চোলাই মদ সহ ১টি পিকআপ আটক করেছে পুলিশ। জব্দকৃত মদের আনুমানিক পরিমান ৫৫০লিটার যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত গাড়ির নাম্বার চট্টমেট্রো-ন ১১-২৫৩১।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ লিয়াকত হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস এলাকা থেকে এই বড় মদের চালানটি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ড্রাইভার ও মদের মালিক পালিয়ে যায় বলে জানিয়েছে আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ। এদিকে চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি ছাড়িয়ে নিতে কিছু প্রভাবশালী মদ পাচারকারী সিন্ডিকেট চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানিয়েছেন, আমরা জানতে পেরে আজিজনগরে এসেছি। প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখনো লামায় পৌছাতে পারিনি।

চোলাই মদ আটক ও গাড়ি জব্দের বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: